বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সেমিনার 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সেমিনার 

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে  ইমামদের করণীয় ও পবিত্র মাহে রমযানে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে কোটালীপাড়ায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোটালীপাড়া থানার ওসি মো. ফিরোজ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, সাবেক পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, সমাজ সেবক হান্নান মোল্লা, ইসলামিক ফাউ্লেশনের কোটালীপাড়া উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ